Bangla Love SMS And Facebook Girls 10+ - BANGLA NEW LOVE MESSAGE

Bangla Love SMS And Facebook Girls 10+

আমার ভালোবাসা সেদিন সার্থক


আমার ভালোবাসা সেদিন সার্থক হবে… যে দিন ভালোবাসার মানুষটি ১ফোটা চোখের জল ফেলে বলবে… আমি শুধু তোমাকেই ভালোবাসি।







প্রিয়জন যদি থাকে পাশে,



 মনে হয় পৃথিবীর সব সুখ আমারি কাছে। ভালোবাসা বুঝি তখনি সত্যি হয়, যখন ভালোবাসার মানুষটি মনের মত হয়।  





লাগবে যখন খুব একা


চাঁদ হয়ে দিবো দেখা
মনটা যখন থাকবে খারাপ
স্বপ্নে গিয়ে করবো আলাপ
কষ্ট যখন মন আকাশে
তাঁরা হয়ে জ্বলবো পাশে
শুধু একবার বল ভালবাস আমায়




মানুষের মাঝে আছে মন,



মনের মাঝে প্রেম,
প্রেমের মাঝে জীবন,
জীবনের মাঝে আশা,
আশার মাঝে ভালবাসা,
আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি?



রাত যেভাবেই আসুক,


নীরবতা থাকবেই।
চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎসনা ছড়াবেই।
সূর্য যতই মেঘের আড়ালে থাকুক,
পৃথিবীতে আলো আসবে।
নিজেকে যতই লুকিয়ে রাখ না কেনো
ভালোবাসা তোমাকে কাছে টানবেই।




মিষ্টি চাঁদের মিষ্টি আলো,


বাসি তোমায় অনেক ভালো.
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা.
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাজীবন.



হৃদয় জুড়ে আছ তুমি,সারা জীবন থেক.


আমায় শুধু আপন করে,
বুকের মাঝে রেখ.
তোমায় ছেড়ে যাবনাতো,
আমি খুব দূরে.ঝড় তোফান যতই আসুক,
আমার জীবন জুড়ে”



ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,


তুমি আসলে দুজনে সাজাবো জীবন,
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা,
তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালবাসা



এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,


এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে,
যদি কাছে আসতে দাও,
যদি ভালবাসতে দাও,
এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে.

টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি,



কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি,
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে,
মনটা নাচে ছন্দে উতলা আনন্দে,
শুধু তোমারই জন্যে !


2 comments:

Powered by Blogger.